দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসির চূড়ান্ত তালিকা থেকে ১৯ লাখ মানুষ বাদ পড়ার পর ট্যুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি মন্তব্য করেছেন, জাতিগতভাবে মুসলিমদের নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার অসমে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করেছে।
ইমরান লিখেছেন, “মুসলিম নিধনের উদ্দেশ্যেই ভারত সরকার অসমের এই নাগরিকপঞ্জি প্রকাশ করেছে। মোদী সরকার যেভাবে মুসলিমদের জাতিগতভাবে নির্মূল করতে চাইছে এবং এর খবর ভারতসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেভাবে আসছে, তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত। এই একই উদ্দেশে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত করে তারা কাশ্মীরকে অবৈধভাবে দখল করে নিয়েছে।”
Reports in Indian and international media on Modi Govt’s ethnic cleansing of Muslims should send alarm bells ringing across the world that the illegal annexation of Kashmir is part of a wider policy to target Muslims.https://t.co/QmjTDyaGVV
— Imran Khan (@ImranKhanPTI) August 31, 2019