দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন এক দিনের জন্য নিজের দায়িত্ব তুলে দিয়েছিলেন ১৬ বছরের এক কিশোরীর হাতে। এই ঘটনা অনিল কপূর অভিনীত ‘নায়ক’ ছবিতে সাধারণ নাগরিকের এক দিনের মুখ্যমন্ত্রী হওয়ার দৃশ্য মনে করিয়ে দিয়েছে।
জানা গিয়েছে, নারী অধিকার রক্ষা প্রচার অভিযান সকলের সামনে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই দেশে। এদিকে এক দিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হয়ে উচ্ছ্বসিত ১৬ বছরের আভা মুরতো। দক্ষিণ ফিনল্যান্ডের ভাস্কাইয়ের বাসিন্দা আভা পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করে।
নিজের উচ্ছ্বাস গোপন না করে ফিনল্যান্ডের এক দিনের প্রধানমন্ত্রী আভা বলেছে, ‘‘সিদ্ধান্ত নেওয়া মেয়েদের নিজেদের বুঝতে হবে। প্রযুক্তির ব্যাপারে তারা যে ছেলেদের সঙ্গে পাল্লা দিতে পারে, এ কথাও মাথায় রাখতে হবে।’’ আভা মনে করে, ছোটদের কাছ থেকেও বড়দেরও অনেক কিছু শেখার আছে।