Wednesday, October 9, 2024
Latest Newsফিচার নিউজ

লকডাউনে বন্ধ দোকান, সমস্যা রিচার্জের? গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল জিও

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, প্রযুক্তি ডেস্ক : লকডাউনে এখন বেশিরভাগ ফোনের দোকানই বন্ধ। এমতাবস্থায় পরিবার-পরিজন, বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোনে প্রয়োজনীয় রিচার্জ করাতে পারছেন না গ্রাহকরা। বিশেষ করে যাঁরা প্রিপেড গ্রাহক, সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের।

তাঁদের কথা মাথায় রেখেই এ বার রিল্যায়ান্স জিও তার গ্রাহকদের জন্য এক গুচ্ছ সুখবর নিয়ে হাজির হল। তাঁদের জন্য রিচার্জের বিকল্প অনেক ব্যবস্থা এনে হাজির করেছে জিও। এ বার থেকে ইউপিআই, এটিএম, এসএমএস বা একটা ফোন কল করেও রিচার্জ করিয়ে নিতে পারবেন তাঁরা।

শুধু তাই নয়, গ্রাহকদের কথা ভেবে আরও সুবিধা এনেছে জিও। ১৭ এপ্রিল ২০২০ পর্যন্ত ১০০ মিনিট টকটাইম এবং ১০০টা এসএমএস পুরোপুরি ফ্রি দিচ্ছে জিয়ো। এবং রিচার্জের ভ্যালিডিটি শেষ হওয়ার পরও সমস্ত জিয়ো গ্রাহক ইনকামিং কল রিসিভ করতে পারবেন বলে জানিয়েছে জিও।

Leave a Reply

error: Content is protected !!