Saturday, December 7, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‛সরকারের সমালোচনা করলেই গ্রেফতার নয়’, বাক স্বাধীনতার পক্ষে যুগান্তকারী রায় হাইকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতীয় সংবিধানে বাক স্বাধীনতার উল্লেখ রয়েছে। তাই একজনের বক্তব্য সরকারের দুর্নাম করলে তাঁকে গ্রেফতার করতে হবে, এমনটা গ্রহণযোগ্য নয়। একটি মামলায় এমনই যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের কীভাবে তাঁরা চিকিৎসা করবেন, সেই প্রশ্ন তুলে ফেসবুকে একাধিক পোস্ট করেছিলেন চিকিৎসক ইন্দ্রনীল খান। সরঞ্জাম ছাড়াই তাঁদের চিকিৎসা করতে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে ২৯ মার্চ একটি এফআইআর করা হয়। সেখানে একাধিক জামিন অযোগ্য ধারায় পরোয়ানা লাগু করা হয়।

এরপরই চিকিৎসক কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি আইপি মুখোপাধ্যায় স্কাইপের মাধ্যমে মামলাটি শোনেন। এরপরই তিনি পুলিসকে দ্রুত চিকিৎসকের মোবাইল ও সিম কার্ড ফেরতের নির্দেশ দেন। চিকিৎসকের আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, মামলাকারী রিট পিটিশন দাখিল করেছিলেন।

Leave a Reply

error: Content is protected !!