Wednesday, February 5, 2025
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইনের বিরোধিতায় রাষ্ট্রপতির বক্তৃতা বয়কটের ডাক ১৮ বিরোধী দলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কৃষি আইনের বিরোধিতায় রাষ্ট্রপতির বক্তৃতা বয়কটের ডাক দিল বিজেপি বিরোধী ১৮ টি দল। তাদের বার্তা প্রথম দিনেই কৃষি আইনকে কেন্দ্র করে আগাগোড়া চড়া সুরেই বাঁধা থাকবে এ বারের সংসদ। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, শিবসেনা-সহ ১৬টি বিরোধী রাজনৈতিক দল যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, যে ভাবে সেপ্টেম্বর মাসে সংসদে তিনটি কৃষি বিল পাশ করানো হয়েছে, তা সংবিধান-বিরোধী এবং এর ফলে রাজ্যগুলির অধিকার খর্ব করা হয়েছে। এর প্রতিবাদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তৃতায় উপস্থিত থাকবে না তারা। অকালি দল এবং আম আদমি পার্টিও পৃথক ভাবে একই রাস্তায় হাঁটবে বলে জানিয়েছে।

তাৎপর্যপূর্ণ ভাবে তালিকায় নেই মায়াবতীর বিএসপি। বিজেডি, ওয়াইএসআর ও টিআরএস সেন্ট্রাল হলে উপস্থিত থাকবে বলেই সূত্রের খবর। শিরোমণি অকালি দল এবং আম আদমি পার্টি ১৬ দলের তালিকায় না থেকেও পৃথক ভাবে জানিয়েছে, তারা কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতির বক্তৃতায় গরহাজির থাকবে।

অকালির পক্ষ থেকে এক কদম এগিয়ে বলা হয়েছে, তারা কোনও বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে রাষ্ট্রপতির বক্তৃতা বয়কট করছে না। করছে নিজেদের রাজনৈতিক কর্মসূচির উপর ভর করে। অকালি সূত্রের বক্তব্য, কৃষি বিলের প্রতিবাদ সর্বপ্রথম তারাই করেছিল। দলের সাংসদ নরেশ গুজরাল বলেন, “কৃষক আন্দোলনের প্রেক্ষিতেই বিজেপির সঙ্গ ত্যাগ করেছিলাম আমরা।’’

সূত্রের খবর, কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধী এবং রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ বিভিন্ন বিরোধী দলগুলির সঙ্গে কথা বলে রাষ্ট্রপতির বক্তৃতা বয়কট করার বিষয়ে ঐকমত্য তৈরি করেছেন। গুলাম নবিই কথা বলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল সূত্রে জানানো হয়েছে, যদিও সংসদের দু’টি সভাতেই এ বার তাদের উপস্থিতি কম থাকবে (পশ্চিমবঙ্গে ভোট নিয়ে ব্যস্ত থাকবেন সাংসদেরা), কিন্তু বিজেপি-বিরোধী কক্ষ সমন্বয় করা হবে মসৃণ ভাবেই। তাতে ঘাটতি থাকবে না।

 

 

Leave a Reply

error: Content is protected !!