Thursday, November 21, 2024
Latest Newsইতিহাসফিচার নিউজ

২৪ অক্টোবর – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৪ অক্টোবর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • জাম্বিয়ার স্বাধীনতা দিবস।
  • ০০৬৯ – দানিয়ুব সেনবাহিনীর সেনাপতি অ্যান্টনিয়াস প্রিমিয়াসের অধিনে বেদ্রিয়াকামের দ্বিতীয় যুদ্ধ,তিঁনি ভেস্পেসিয়ানের অনুগত হন। তাঁর সেনাবাহিনী সম্রাট ভিটেলিয়াসের বাহিনীকে পরাজিত করে
  • ১১৪৭ – চার মাস অবরধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ত্ব নেন আফনসো হেনরিকস্, লিসবন পুনরদ্ধার করেন।
  • ১২৬০ – ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যা বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত
  • ১৩৬০ – দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যার্থ হয়ে ইংল্যান্ডে ফিরে আসেন
  • ১৫৭৭ – তৃতীয় শিখগুরু রামদাস কর্তৃক পাঞ্জাবের অমৃতসর শহরের পত্তন ঘটে
  • ১৬০৫ – মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন
  • ১৬৪৮ – জার্মানির মুনস্টার শহরে রোমক সম্রাট, ফ্রান্স ও মিত্র রাষ্ট্র্রগুলোর মধ্যে ত্রিশ বছর যুদ্ধের পর ঐতিহাসিক ‘ভেস্টফালিয়া চুক্তি’ স্বাক্ষরিত হয়
  • ১৮১২ – নেপলিয়ানের যুদ্ধঃ গোলাগোলি ক্রমশ মালয়ারস্লাভেতস হতে মস্কোর সন্নিকটে সরে আসে
  • ১৮৫১ – কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়
  • ১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালিয়ান কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু
  • ১৯৩২ – নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল জন্মগ্রহন করেন
  • ১৯৪৫ – বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হিসাবে প্রথম জাতিসংঘ এর কার্যক্রম শুরু হয়
  • ১৯৪৬ – ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়
  • ১৯৪৭ – ওয়াল্ট ডিজনী “হাউস আন-আমেরিকান এ্যাক্টিভিটিস কমিটী” দৃঢ়ভাবে সমর্থন করেন
  • ১৯৫৮ – পাকিস্তানের প্রসিডেন্ট উস্কান্দার মির্জা কর্তৃক জে. আইয়ুব খানকে সরকার গঠনের ক্ষমতা প্রদান করা হয়
  • ১৯৬০ – প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়
  • ১৯৬৪ – আফ্রিকার দেশ জাম্বিয়া ব্রিটিশ উপনিবেশের কবল থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে
  • ১৯৬৪ – যুক্তরাজ্য থেকে উত্তর রোডেশিয়া স্বাধিনতা অর্জন করে
  • ১৯৭১ – ভারতের শরণার্থী সমস্যা ও বাংলাদেশ সংকটে ভারতের ভূমিকা ব্যাখ্যাকল্পে উনিশ দিনের জন্য পশ্চিম ইউরোপ ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইন্দিরা গান্ধী দিল্লি ত্যাগ করেন
  • ১৯৮৪ – কলকাতা মেট্রো চালু হয়
  • ১৯৯৫ – বিশ্বের ১৪০টি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের উপস্থিতিতে জাতিসংঘের ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়

Leave a Reply

error: Content is protected !!