দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তবে কি নিজের টাকায় বিষ কিনে খাচ্ছে আমজনতা? এই প্রশ্ন উঠছে কারণ, একটি সমীক্ষায় প্রকাশ পেয়েছে, ভারতের বাজারে বিক্রি হওয়া মোট ওষুধের প্রায় ২৫ শতাংশই জাল! দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সমীক্ষা রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
রিপোর্ট বলছে, ভারতের বাজারে বিক্রি হওয়া মোট ওষুধের প্রায় ২৫ শতাংশই জাল। যার ব্যবসার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। এই জাল ওষুধ গুলির মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, ম্যালেরিয়ার ওষুধ, ব্যথা কমানোর ওষুধ, এমনকি জন্মনিয়ন্ত্রণের ওষুধও।
২০১০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ সাবধান করে রিপোর্ট দিয়েছিল যে, সারা বিশ্বে বিক্রিত চিকিৎসার সরঞ্জামের প্রায় ৪ শতাংশ জাল। ভারতেও বিভিন্ন সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, একাধিক রাজ্যের হাসপাতালের চিকিৎসা পদ্ধতি, সরঞ্জাম প্রভৃতি সঠিক গুণমানের নয়।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন