Thursday, November 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

শুধুমাত্র নভেম্বর মাসেই দেশে চাকরি হারিয়েছেন ৩৫ লক্ষ মানুষ : সীতারাম ইয়েচুরি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারীকালে দেশে ক্রমবর্ধমান বেকারত্ব নিয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে রবিবার ট‍্যুইটারে একথা জানিয়েছেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি লেখেন, “কেবলমাত্র নভেম্বর মাসেই ৩৫ লক্ষ মানুষ চাকরি হারিয়েছেন। প্রায় ৯৫ শতাংশ পরিবারে উপার্জন কমেছে। এই সরকারের জনসংযোগ প্রতিদিন নতুন নতুন মিথ্যা বলে মানুষকে পিষে চলেছে, কিন্তু জনগণ প্রকৃত সত‍্য জানে।”

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE)-এর সর্বশেষ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী নভেম্বর মাসে দেশে ফের কর্মসংস্থান হ্রাস পেয়েছে। লকডাউন তুলে দেওয়ার পর এই নিয়ে লাগাতার দ্বিতীয় মাসেও কর্মসংস্থানে সংকোচন দেখা গেছে। অক্টোবর মাসে প্রায় ৬ লক্ষ মানুষ কাজ হারিয়েছিলেন, শতাংশের হিসেবে যা ছিল ০.১ শতাংশ। নভেম্বর মাসে দেশে কাজ হারিয়েছেন প্রায় ৩৫ লক্ষ মানুষ (০.৯ শতাংশ)।

 

রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে দেশে ৩৯৩.৬ মিলিয়ন এমপ্লয়মেন্ট রয়েছে, যা গত বছর নভেম্বর মাসের তুলনায় ২.৪ শতাংশ কম। শুধু এই মাসেই নয়, দেশে লকডাউন শুরুর পর থেকে অর্থাৎ চলতি বছরের মার্চ মাস থেকে প্রত‍্যেক মাসে কর্মসংস্থান গত বছরের সংশ্লিষ্ট মাসের থেকে উল্লেখযোগ্যহারে কম।

আশ্চর্যের বিষয়, নিজেকে বেকার হিসেবে রিপোর্ট করেছেন এবং সক্রিয়ভাবে কাজের অনুসন্ধান করছেন এমন ব‍্যক্তির সংখ‍্যাও কমছে দেশে। চলতি বছরের নভেম্বর মাসে এরকম নথিভুক্ত বেকারের সংখ্যা ২৭.৪ মিলিয়ন, অক্টোবর মাসে সালে যা ছিল ২৯.৮ মিলিয়ন।

ওই রিপোর্ট অনুসারে ডিসেম্বর মাসেও হ্রাস পেয়েছে বেকারির হার। ১২ ডিসেম্বর তারিখে দেশে বেকারির হার ৭.৮৪ শতাংশ। যার মধ্যে শহরে এই হার ৮.০৫ শতাংশ এবং গ্রামাঞ্চলে এই হার ৭.৭৪ শতাংশ। গত ৩০ নভেম্বর এই হার ছিলো ৬.৬০ শতাংশ। যার মধ্যে শহরে এই হার ছিলো ৭.১০ শতাংশ এবং গ্রামাঞ্চলে ৬.৩৭ শতাংশ।

 

 

Leave a Reply

error: Content is protected !!