দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ৩৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থা ‛পিএম কেয়ার্স ফান্ড’ এ ২ হাজার ১০৫ কোটি টাকা দিয়েছে বলে জানা গেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস তথ্য জানার অধিকার আইনে কিছু প্রশ্ন করলে, এই হিসেব মিলেছে। শক্তি ও বিদ্যুৎ উৎপাদনকারী রাস্ট্রায়ত্ত কোম্পানিগুলি টাকা দেওয়ার ক্ষেত্রে সকলকে টেক্কা দিয়েছে। তেল ও গ্যাস অনুসন্ধানকারী সংস্থা ওএনজিসি ও বিদ্যুৎ উৎপাদনকারী এনটিপিসি যথাক্রমে দিয়েছে ৩০০ ও ২৫০ কোটি টাকা।
ওই তথ্য থেকে আরও জানা গেছে যে, বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউ তাদের সিএসআর বা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা তহবিলের টাকা, এই আর্থিক বছরের জন্য বিভিন্ন খাতে বরাদ্দ হওয়ার আগেই অনুদান দেওয়ার জন্য তুলে নেয়। এই কোম্পানিগুলির মধ্যে আছে ওএনজিসি ও তেল বিপনন সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল)। এইচপিসিএল-এর মালিকানা আবার ওএনজিসি-রই হাতে রয়েছে।
পিএসইউগুলির অনুদানের তালিকা দেখা যাবে এখানে
ইন্ডিয়ান এক্সপ্রেস ৫৫টি রাষ্ট্রায়ত্ত কোম্পানির কাছে তথ্য জানার অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন-এর (আরটিআই) অধীনে প্রশ্ন করে। তার মধ্যে ৩৮টির কাছ থেকে ২৭ মার্চ থেকে ১৩ আগস্ট সময়সীমা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। উল্লেখ্য, গত ২৭ মার্চ ‛পিএম কেয়ার্স’ চালু হওয়ার পর সেখানে কত টাকার অনুদান জমা পড়েছে, সে বিষয়ে স্বচ্ছতার অভাবের কারণে সমালোচনার মুখে পড়ে কেন্দ্র। প্রধানমন্ত্রীর অফিস থেকে বার বারই বলা হয়েছে যে, ওই তহবিল আরটিআই-এর আওতায় পড়ে না। ফলে, তাতে কত টাকা জমা পড়ল তার প্রকৃত অঙ্কটা জানা যায়নি।