Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

কমিশনের কাছে ৬৩ টি অভিযোগ জমা পড়েছে, একটাও পদক্ষেপ নেওয়া হয়নি, অভিযোগ মমতার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই ছাপ্পাভোটের অভিযোগ উঠছিল। আর দুপুরে নন্দীগ্রামের বয়ালের সেই বুথে মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোটের সকাল থেকেই বয়ালে বিজেপির বিরুদ্ধে ছাপ্পাভোটের অভিযোগ উঠছিল। তৃণমূলের দাবি, বুথে শাসক দলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে তৃণমূল এজেন্ট বাড়িতে ফিরে আসেন। বিজেপির ‘হুমকির’ জেরে ওই এজেন্টকে বাড়ি থেকে বেরোতে দেননি স্ত্রী এবং মা। আর সুযোগ মতো কেন্দ্রীয় বাহিনীর মদতে ৮০% ছাপ্পা ভোট দিয়েছে বিজেপি, এমনটাই অভিযোগ মমতার।

সংবাদমাধ্যমের উদ্দেশে বলেন, ‘৮০ শতাংশ ছাপ্পা ভোট হয়েছে। এখানকার মানুষকে ভোট দিতে দেয়নি। সকাল থেকে নির্বাচন কমিশনের কাছে ৬৩ টি অভিযোগ জমা পড়েছে। একটাও পদক্ষেপ করা হয়নি। আদালতে যাব আমরা। আইনি পদক্ষেপ করা হবে।’

Leave a Reply

error: Content is protected !!