দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আধুনিক হিন্দি ও উর্দু সাহিত্যের চিরস্মরণীয় কথাশিল্পী হিসেবে আজও দেশবাসীর মননে জীবিত মুন্সি প্রেমচাঁদ। হিন্দি ও উর্দু এই দুই ভাষার উপন্যাস সম্রাট হিসেবেও তাঁকে স্মরণ করা হয়। আজ তাঁর ৮৭তম প্রয়াণ দিবস। তাঁর আসল নাম ধনপত রায় শ্রীবাস্তব। তবে ভারতীয় সাহিত্য জগতে তিনি মুন্সী প্রেমচাঁদ নামেই পরিচিতি লাভ করেছিলেন। উত্তরপ্রদেশে জন্মানো এই বিখ্যাত মানুষটি ছোট থেকেই সাহিত্যে তাঁর যোগ্যতার প্রমাণ দিয়েছিলেন।
হিন্দি ও উর্দু ভাষায় লেখা তাঁর উপন্যাস ও গল্পগুলিতে সমাজের বাস্তবচিত্র ফুটে উঠত। অত্যন্ত সহজ-সরল ভাষায় সমাজের সমস্ত অন্যায়, অত্যাচার, দুর্নীতি, ভণ্ডামি ও গরিবের উপর বড়লোকের অত্যাচারের কাহিনী ফুটিয়ে তুলতে সক্ষম ছিলেন তিনি। খুব সহজেই তৎকালীন সময়ের সাধারণ মানুষের আশা-আকাঙ্খার কথা ফুটে উঠতে দেখা গেছে তাঁর বলিষ্ঠ লেখনীতে। ১৯৩৬ সালের ৮ অক্টোবর বারাণসীতে প্রয়াত হন এই মহান সাহিত্যিক।