দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের ২৩.৫ শতাংশ স্বত্ব কিনল আদানি সংস্থা। মরিশাসের এসিএসএ গ্লোবাল অ্যান্ড বিড সার্ভিসের থেকে ১৬৮৫.২৫ কোটি টাকা দিয়ে পরিমাণ অংশীদার হয়েছে আদানি এন্টারপ্রাইজেস-এর অন্তর্গত আদানি এয়ারপোর্ট হোল্ডিংস (এএএইচএল)। তাদের তরফে জানানো হয়েছে, প্রস্তাবিত চুক্তিমতো মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে ২৮,২০,০০,০০০ ইকুইটি শেয়ার কেনা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়, ‘২০২০-র ৩১ আগস্টে দেওয়া ইঙ্গিত অনুযায়ী এসিএসএ অ্যান্ড বিডভেস্টের থেকে ২৩.৫ শতাংশ স্বত্ব অর্থাৎ ১০ টাকার ২৮,২০,০০,০০০ ইকুইটি শেয়ার কিনেছে এএএইচএল।’ সাম্প্রতিক কালে আম্বানিদের সঙ্গে প্রায়ই সংবাদের শিরোনামে আসছে আদানি সংস্থার নাম। আন্দোলনরত কৃষকদের দাবি, কেন্দ্রের কৃষি আইনের ফলে ক্ষতিগ্রস্ত হবেন তাঁরা। মুনাফা লুটে নেবে আদানি এবং আদানির মতো কর্পোরেট সংস্থা।