Tuesday, December 3, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

চালকবিহীন ড্রোনের পর এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করল তুরস্ক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: চালকবিহীন ড্রোন নির্মাণ করে ব্যাপক সফলতা পাওয়ার পর এবার চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টার তৈরি করেছে তুরস্ক।

নির্মাতা প্রতিষ্ঠান টিটরা টেকনোলজি পক্ষ থেকে জানানো হয়েছে, চালকবিহীন যুদ্ধ হেলিকপ্টারটি যুদ্ধক্ষেত্রে ব্যাপক সময় উড়তে ও দূরত্বে যেতে পারবে।

টিটরা টেকনোলজির প্রধান নির্বাহী সালমান ডোনমেজ জানিয়েছেন, এই প্রযুক্তির মূল উদ্দেশ্য মানব সর্ম্পৃক্ততা হ্রাস করা।

নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এই হেলিকপ্টার ১৬০ কেজি ওজন বহনে সক্ষম। আর এটি ৮৫০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে যেতে পারবে। এই হেলিকপ্টারটি ৪ হাজার ৫৭২ মিটার উচ্চতায় উড়তে সক্ষম।

সালমান ডোনমেজ বলেন, আমরা ২০২১ সালের মধ্যে ব্যাপক উত্পাদনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করে দিয়েছি।

তিনি বলেন, জরুরী ও দুর্যোগকালীন সময় রসদ সরবরাহ এবং যোগাযোগের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যাবে। এছাড়াও এটি গোলাবারুদ সরবরাহের মতো কাজও করতে পারবে।

Leave a Reply

error: Content is protected !!