নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, ক্যানিং : করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলছে দফায় দফায় লকডাউন। এরই মাঝে বিপদ বাড়িয়ে সব তছনছ করে দিয়ে গেছে সুপার সাইক্লোন আমফান। এই ঝরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চল। ঘূর্ণিঝড় আমফানে বিধ্বস্ত প্রায় ৩০ লক্ষ মানুষ। সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটা দুর্বিসহ হয়ে উঠেছে।
এহেন পরিস্থিতিতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে কাকদ্বীপ বিস্তীর্ণ এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে ত্রাণ ও পুনর্গঠনের কাজে নেমে পড়েছে আল-আমিন মিশনের প্রাক্তনীরা। দুই জেলার ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত এলাকাতে খাদ্যদ্রব্য, বস্ত্র ,ঔষধ, ত্রিপল, বেবি ফুড ইত্যাদি নিয়ে বাড়িতে বাড়িতে নিঃশব্দে সরবরাহের কাজ করে চলেছে রিজাবুল শেখ, ডা: আসাদুর রহমান, শাহনাজ হোসেনরা।
মিশনের প্রাক্তন পড়ুয়াদের উদ্যোগে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে হেলথ চেকআপ ক্যাম্প এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহের কাজ। বাদুড়িয়া ও দেগঙ্গা বিধানসভা এলাকা জুড়ে কমপক্ষে ২০০টি পরিবারের হাতে ডাল, আলু, চিনি, চিঁড়ে, ছাতু, সর্ষের তেলের মতো সামগ্রী তুলে দেওয়া হয়েছে।
মিশনের প্রাক্তনী আসহাক আলী সেখ জানান, ‛এভাবে সকলে মিলে যদি আমফান ও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামা যায়, তাহলে খুব বেশী দিন লাগবে না এই মহামারীকে নির্মূল করতে এবং মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের পাশে থাকবো সব সময়।’ এছাড়া পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই এই অঞ্চলের যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তাদের কোনো সমস্যায় সব রকমের সহযোগিতা দিয়ে যাব বলে জানালেন উদ্যোক্তাদের অন্যতম রেজাবুল সেখ।