Thursday, November 21, 2024
Latest Newsখেলাফিচার নিউজ

১৪ বলে হাফ-সেঞ্চুরি, ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন রাসেল

জামাইকা, ২৭ আগস্ট: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে রাসেল আরেকবার বুঝিয়ে দিলেন তার পেশির জোর। ৩টি চার ও ৬টি ছক্কার সাহায্যে মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি। ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে ব্যাট হাতে সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে জামাইকা থালাওয়াজের হয়ে রীতিমতো তাণ্ডব চালালেন ক্যারিবিয়ান অল-রাউন্ডার। স্বাভাবিকভাবেই আইপিএলের আগে রাসেলের এমন ধ্বংসাত্মক ব্যাটিংয়ে আপ্লুত কলকাতা নাইট রাইডার্স।

১৮ ওভার শেষে এক ব্যাটসম্যানের রান ১। বাকি দুই ওভারে তিনি আর কত করতে পারেন? আন্দ্রে রাসেল ছাড়িয়ে গেলেন যেন কল্পনার সীমানাও। ম্যাচের ১৯তম ওভারে ওয়াহাব রিয়াজের এক ওভারে ৪টি ছক্কা ও ১টি চার মারেন দ্রে রাস। ইনিংসের ১৯তম ওভারে মোট ৩২ রান তোলে জামাইকা। শেষ ওভারে ক্যারিবিয়ান পেসার ওবেড ম্যাককয়কে মারেন দুটি ছক্কা, দুটি চার। ইনিংসের শেষ দুই বলে বাউন্ডারিতে তিনি স্পর্শ করেন ফিফটি ও রেকর্ড। ৬ ছক্কা ও ৩ চারে ১৪ বলে ঠিক ৫০।

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে সবথেকে কম বলে হাফ-সেঞ্চুরি রেকর্ড গড়লেন রাসেল। এতদিন সিপিএলে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড ছিল জেপি ডুমিনির নামে। তিনি ২০১৯ সালে টিকেআরের বিরুদ্ধে বার্বাডোজের হয়ে ১৫ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, রাসেলই একমাত্র ক্রিকেটার, যিনি দু’টি আলাদা টি-২০ লিগে ১৪ বলে হাফ-সেঞ্চুরি করলেন। এর আগে লঙ্কা প্রিমিয়র লিগেও তিনি ১৪ বলে ব্যক্তিগত অর্ধশতরানের নজির গড়েছেন।

 

Leave a Reply

error: Content is protected !!