Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত বিজেপি সরকারের, তীব্র নিন্দা জামাআতের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নয়াদিল্লি: অসমে সরকার পরিচালিত সমস্ত মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। আগামী মাস থেকেই সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন আসামের শিক্ষা মন্ত্রী। সেই সঙ্গে সকল মাদ্রাসায় আর্থিক সহায়তা বন্ধের কথাও বলেছেন। অসমের বিজেপি সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাআতে ইসলামী হিন্দ। জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় শিক্ষা পর্ষদ সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে এই বিষয়ের নিন্দা জ্ঞাপন করেছেন।

পর্যদের চেয়ারম্যান নুসরাত আলি বলেন, একদিকে জাতীয় শিক্ষানীতির অধীনে শিক্ষার সার্বজনীনতা এবং সামাজিক ও শিক্ষাক্ষেত্রে পশ্চাদপদ শ্রেণির সঙ্গে সংযুক্ত করার কথা সরকার বলছে, আর অন্যদিকে আসামের বিজেপি সরকার মাদ্রাসাগুলিতে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে মুসলিম বিরোধী নীতিকে গ্রহণ করছে। করোনা মহামারীর সময় কেন্দ্র সরকার একটার পর একটা জনস্বার্থ বিরোধী আইন পাশ করার পদক্ষেপ নিয়েছে, একইভাবে আসামের বিজেপি সরকার জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে।

এটিকে সরকারের নিন্দনীয় কার্যকলাপ বলে অভিহিত করে নুসরাত আলি রাজ্য সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, মাদ্রাসা বন্ধের সিদ্ধান্তের জন্য হাজার হাজার মাদ্রাসা পড়ুয়াদের পড়াশোনায় ছেদ পড়বে। সেইসঙ্গে শিক্ষক ও অশিক্ষক কর্মীরা চাকরি বিহীন হয়ে পড়বেন। এই প্রসঙ্গে জাতীয় সংখ্যালঘু কমিশন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের উচিত আসাম সরকারের এই ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসতে দৃষ্টি আকর্ষণ করা।

আসাম সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করুক এই দাবি জানিয়েছে জামাআত। নুসরাত আলি বলেন, জামাআতের কেন্দ্রীয় শিক্ষা পর্যদ সকল প্রকার গণতান্ত্রিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করবে যাতে মাদ্রাসাগুলি সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হয়।

তিনি আরও বলেন, আসামের শিক্ষা মন্ত্রী বলেছেন যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকার আর্থিক সহায়তা দিতে পারে না। স্মরণীয় যে প্রায় শতাব্দীকাল ধরে আলিয়া সিস্টেমের মাদ্রাসা সরকারি আর্থিক আনুকুল্য পেয়ে আসছে। বর্তমান আসাম সরকার একটি বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে রাজনৈতিক ফায়দা তুলতে এমন সিদ্ধান্ত গ্রহণ করল। মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেন, নতুন নতুন সমস্যা তৈরি না করে বরং রাজ্যের সমস্যাগুলির সমাধানে সরকার নজর দিক।

Leave a Reply

error: Content is protected !!