সাকিব হাসান, দৈনিক সমাচার, কচুখালী: কচুখালী গোসাবা বিকেল তিনটের সময় সৌভিক কাঠুরিয়া নামের বছর তিরিশের এক যুবক তার নিজের ঔষধের দোকান খোলার জন্য বেরিয়ে ছিলেন। পরনে ছিল তৃণমূল কংগ্রেসের লোগো দেওয়া একটি গেঞ্জি। সেই মুহূর্তেই বিজেপির একটি মিছিল সেই দিকেই আসছিল, তখনই তৃণমূল কংগ্রেসের গেঞ্জি পরা অবস্থায় দেখে তার উপরে অকথ্য অত্যাচার শুরু করে এবং বাঁশ, রড দিয়ে মারধর করে বলেও জানা যাচ্ছে।
অতঃপর তাকে নিয়ে গোসাবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ধিক্কার জানানো হয়েছে। বিজেপিকে দাঙ্গাবাজ বলেও অভিহিত করেন। ভোটের আগে এসমস্ত অশান্তি গোসাবায় ছিল না কিন্তু বিজেপি আসার পরে সেই অশান্তি বেড়েই চলেছে এরকমই অভিযোগ উঠছে।
এলাকায় বিজেপির মনোনীত প্রার্থী বরুণ প্রামানিক ওরফে ছোট্টু প্রামানিক এর বিরুদ্ধে সমস্ত অভিযোগ জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তারা আরো বলছেন, যেখান থেকে বরুণ প্রামানিক বিজেপির মনোনীত প্রার্থী এলাকায় প্রবেশ করেছে সেখান থেকেই এলাকায় উত্তপ্ত হয়ে যাচ্ছে বলে এমনটাই দাবি করছেন তারা। বিগত দিনেও গোসাবাতে বোম বাঁধতে গিয়ে বিস্ফোরণে নিহত হয় দুজন, আহত হয় বেশ কয়েকজন। এই ঘটনার পিছনে বিজেপির হাত ছিল বলে জানা যাচ্ছে।
তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে, দাঙ্গাবাজ বিজেপির সভা কে অশান্ত করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে ও প্রশাসনের কাছে অনুরোধ করছে শান্ত সুষ্ঠুভাবে গোসাবায় নির্বাচন প্রক্রিয়া চালানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।