দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার ভাল করার কথা শুধু মুখে বললেই হয় না। তা করেও দেখাতে হয়। নবান্ন অভিযানের নামে যে তাণ্ডব হল তাতে রেয়াত করা হল না মুমুর্ষূ রোগীকেও। বিজেপি’র নবান্ন অভিযানে অবরুদ্ধ হাওড়া শহরে ঢুকতেই পারল না অ্যাম্বুল্যান্স। তার জেরে প্রাণ গেল অসুস্থ রোগীর।
হাওড়ার সিদ্ধেশ্বরীতলা লেনের বাসিন্দা সৌরভ সাঁতরাকে (৫১) হাসপাতালে নিয়ে যাওয়া যায়নি, কারণ সব রাস্তা অবরুদ্ধ থাকায় অ্যাম্বুলেন্স এসে পৌঁছতে পারেনি।
এই ঘটনার পর সৌরভের শ্বশুর শান্তিকুমার মিত্র ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘বিজেপির জমায়েত আমার বড় মেয়েকে বিধবা করে দিল। অতি–উৎসাহীদের জন্য জীবনদায়ী কোনও ব্যবস্থা পাওয়া গেল না। ধন্যবাদ জানাই এই সব সমর্থকদের। ভগবানের কাছে প্রার্থনা করি, আমার মতো অবস্থায় যেন কাউকে পড়তে না হয়।’