দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্য কিংবা কেন্দ্রীয় মন্ত্রিসভার কথা আমরা সকলেই শুনেছি। কিন্তু গরু মন্ত্রিসভা’র কথা কখনও শােনা যায়নি। এবার সেরকম মন্ত্রিসভাই হতে চলেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। শুনতে অবাক লাগলেও তা সঠিক। কারণ , এই গরু মন্ত্রিসভার ঘােষণা করেছেন খােদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মূলত , গরুকে রক্ষা করা ও তাদের উন্নতিকল্পেই এই মন্ত্রিসভা গঠন করা হচ্ছে বলেই জানিয়েছেন শিবরাজ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পশু পালন , বন , পঞ্চায়েত , পল্লী উন্নয়ন , স্বরাষ্ট্র ও কৃষি কল্যাণ বিভাগ ‘ গরু মন্ত্রিসভার অংশ হচ্ছে । মূলত , গ্রামীণ ও প্রাণীসম্পদ ক্ষেত্রের উন্নয়নের সঙ্গে যে বিভাগ বা দফতরগুলি জড়িত , সেগুলিকেই এই গরু মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। যদিও ওয়াকিবহাল মহল জানাচ্ছে , এই গরু মন্ত্রিসভা তৈরির সিদ্ধান্ত নতুন নয় , ২০১৮ সাল থেকেই এই গরু মন্ত্রিসভা সিদ্ধান্ত গঠন নিয়ে কথা চলছে। অবশেষে তা সফল হল।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন , রাজ্যে গরু সংরক্ষণ ও প্রচারের জন্য এই ‘ গর মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পশু পালন , বন , পঞ্চায়েত এবং গ্রামােন্নয়ণ , রাজস্ব , স্বরাষ্ট্র ও কৃষি কল্যাণ দফতর এই মন্ত্রিসভার অংশ হবে । আগামী ২২ নভেম্বর এই মন্ত্রিসভার প্রথম বৈঠকটি গােপষ্টমীর দিন আগর মালওয়ার গাে – অভয়ারণ্যে অনুষ্ঠিত হবে বলেই জানিয়েছেন শিবরাজ সিং চৌহান। যদিও রাজনৈতিক মহলের মতে , এই সিদ্ধান্তের পিছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে । শুধু যদি গরু কিংবা অন্য ক্ষেত্রের উন্নয়ন লক্ষ্য থাকত , তাহলে তা সংশ্লিষ্ট দফতরের মাধ্যমেই করা যেত । তার জন্য মন্ত্রিসভা বানানাের প্রয়ােজন ছিল না । এর থেকেই স্পষ্ট এই সিদ্ধান্ত সম্পূর্ণ রাজনৈতিক ও নির্বাচনে সুবিধা করার জন্য নেওয়া হয়েছে ।