Wednesday, November 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

বিজেপির নাম বদলের রাজনীতি, ফের তাজমহলের নাম বদলে ‘রাম মহল’ করার দাবি যোগীর বিধায়কের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জায়গা হোক বা খাদ্য দ্রব্য, রেল স্টেশন হোক বা দর্শনীয় স্থান, নাম বদলে বিজেপি শাসিত রাজ্যগুলির জুড়ি মেলা ভার। সম্প্রতি উত্তরপ্রদেশের বিখ্যাত মোঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। অন্যদিকে গুজরাটে ড্রাগন ফলের নাম বদলে ‘কমলাম’ রেখেছে বিজয় রূপানির সরকার। এমতাবস্থায় তাজমহলের নাম পরিবর্তন নিয়েও জেরদার বিতর্ক শুরু হল গোটা দেশ জুড়ে।

সূত্রের খবর, সম্প্রতি আগ্রার তাজমহলের নাম বদলে রাম মহল বা শিব মহল করার দাবি তুলেছেন উত্তরপ্রদেশের বালিয়ায় বড়িয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর দাবি তাজমহল আগে একটি শিবমন্দির ছিল, পরবর্তীকালে বহিরাগত মুসলিম শাসকদের আক্রমণেই তার রূপ ও নামের পরিবর্তন হয়। তাই বর্তমানে ওই সেটিকে আবারও মন্দিরে রূপান্তরিত করার দাবি তুলেছেন তিনি। এদিকে তার এই দাবির পিছনে ফের বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এমনকী এর ফলে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাও লাগতে পারে বলে মত অনেকের। যদিও সেসবের তোয়াক্কা বিশেষ করতে দেখা যায়নি সুরেন্দ্র সিংকে। অন্যদিকে তাজমহলের নাম পরিবর্তনের পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজির বংশধর বলেও দাবি করেন তিনি। এমনকী তাঁর এও দাবি ইতিহাস বলছে মুসলিম আক্রমণকারীরাই বারংবার ভারতীয় সংস্কৃতি ধ্বংস জন্য উদ্ধত হয়েছিল, তবে যোগী আমলেই ফের “উত্তরপ্রদেশের স্বর্ণযুগে” ফেরত আসবে।

এদিকে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এই স্থাপত্য। শিল্প-ইতিহাস-সৌন্দর্য্যের টানে বিশ্বের পর্যটকদের পছন্দের শীর্ষে আগ্রার তাজমহল। ইতিহাসের গন্ধে ভরপুর এই স্মৃতিসৌধের গায়ে সাম্প্রতিককালে বারংবার লেগেছে রাজনৈতিক রঙ। কিন্তু ইতিহাস এও বলছে মোগল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন তাঁর মৃত স্ত্রী মমতাজের স্মরণে। এই স্মৃতিসৌধটির নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিষ্টাব্দে যা সম্পূর্ণ হয়েছিল প্রায় ১৬৫৩ খ্রিষ্টাব্দে।

এদিকে ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশের একাধিক স্থানের নাম বদলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই নিয়ে একাধিকবার সমাজের বিভিন্ন মহলে প্রতিবাদও হয়েছে। কিন্তু তাতে বিশেষ কর্ণপাত করতে দেখা যায়নি যোগী সরকারকে। এদিকে এর আগে উত্তর প্রদেশের গো-সেবা আয়োগের নেতা ভোলে সিংও তাজমহলের নাম পরিবর্তনের দাবি করেন। তাজমহলের নাম বদলে তেজোলয় করতে হবে বলে সওয়াল করেন তিনি। তাঁর যুক্তি ছিল এই স্মৃতিসৌধ আদপে ভগবান শিবের প্রাচীন মন্দির ছিল। তাই ‘ইতিহাসের’ সঠিক ব্যাখ্যা দিতেই এই নাম পরিবর্তন জরুরি।

 

Leave a Reply

error: Content is protected !!