Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

ব্রেকিং নিউজ : মমতার বিরুদ্ধে মামলা দায়ের হল বিহারের কোর্টে, শুনানি ৮ এপ্রিল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিহারের একটি নিম্ন আদালতে মামলা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। যে পিটিশন গ্রহণ করেছে আদালত। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনসভায় বলেছেন, “বিজেপি বিহার, উত্তরপ্রদেশ থেকে বহিরাগত গুণ্ডাদের ট্রেনে করে নিয়ে আসার পরিকল্পনা করেছে। মা-বোনেরা সতর্ক থাকুন। প্রয়োজনে হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন।”

নন্দীগ্রামে ভোটের দিনেও মমতা অভিযোগ করেছেন, “আমি তো তিন দিন ধরে বলছি, বয়ালে বহিরাগতদের জড়ো করে রেখেছে। তারা কেউ বাংলা বলতে পারে না। আমরা ৬৩টি অভিযোগ দায়ের করেছি। কিন্তু দুর্ভাগ্য, নির্বাচন কমিশন টোটাল সাইলেন্ট।” এই সমস্ত মন্তব্য নিয়েই বিহারে এফআইআর করা হয় মমতার বিরুদ্ধে।

মামলা গ্রহণের পর একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। মামলা করেছেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। তিনি রাজনৈতিক নেতা, ফিল্ম স্টার, সেলিব্রিটিদের বিরুদ্ধে মামলা করতে সিদ্ধহস্ত। সেই ওঝাই মামলা করেছেন মমতার বিরুদ্ধে। আগামী ৮ এপ্রিল এই মামলার শুনানি হতে পারে।

 

Leave a Reply

error: Content is protected !!