দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আর্থিক বৃদ্ধির হার ক্রমাগত নিম্নমুখী, বেকারত্ব হারের সঙ্গে সঙ্গেই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও। এমন পরিস্থিতিতেই আজ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে পরিবহণের দিকে কেন্দ্রীয় সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, সেদিকে নজর ছিল অনেকের। দেখা গেল রেল, সড়ক, বিমান ও জল পরিবহণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। সেইসঙ্গে পরিবহণের ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের পরিমাণ আরও বাড়ল। শনিবার সকাল ১১টায় সংসদে ২০২০-২১ অর্থবর্ষের সাধারণ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
দেখুন বাজেটের হাইলাইটস –
- আয়করের ক্ষেত্রে বড় ঘোষণা এ বারের বাজেটে। নয়া আয়কর ব্যবস্থায় ৫ লাখ পর্যন্ত আয়ে কোনও কর নেই। ৫ থেকে ৭.৫ লাখ পর্যন্ত আয়ে ১০% কর দিতে হবে। ৭.৫ লাখ থেকে ১০ লাখ পর্যন্ত আয়ের উপর ১৫% কর। ১০ লাখ থেকে ১২.৫ লাখ পর্যন্ত আয়ে ২০% কর। ১২.৫ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত আয়ে ২৫% কর। ১৫ লাখের বেশি আয়ে ৩০% কর। যাঁরা পুরনো হারে কর দিতে চান, তাঁরা পুরনো হারে কর দিতে পারবেন। যাঁরা নতুন হারে কর দিতে চান, তাঁরা নতুন হারে দেবে। ঘোষণা নির্মলা সীতারমনের। পুরনো হারে আয়কর দিলে মিলছে ছাড়। তবে নতুন হারে আয়কর দিলে অতিরিক্ত কোনও ছাড় মিলবে না।
- রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম (এলআইসিআই) এবং আইডিবিআই ব্যাংক বেসরকারিকরণের পথে কেন্দ্র। বাজেট ভাষণে প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের।
- নয়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখের উন্নয়নে কেন্দ্র সমস্ত ধরনের সহায়তা করবে বলে বাজেট ভাষণে আশ্বাস সীতারমনের। জম্মু-কাশ্মীরের জন্য বরাদ্দ ৩০,৭৫৭ কোটি টাকা। লাদাখের জন্য ৫,৯৫৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ২০২০-২১ আর্থিক বছরের বাজেটে।
- ২০২০-২১ আর্থিক বছরে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নে ২৭০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হয়েছে বাজেটে।
- ২০২০-২১ আর্থিক বছরের জন্য শিক্ষাক্ষেত্রে ৯৯,৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে।
- মোবাইল এবং বৈদ্যুতিন যন্ত্রাংশ উৎপাদনকে উৎসাহ দিতে বাজেটে নয়া প্রকল্পের প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী।
- দেশজুড়ে দুধ, মাংস এবং মাছ পরিবহনের জন্য চালু হচ্ছে ‘কিষাণ রেল’। ভারতীয় রেল এই বিশেষ ট্রেন চালু করবে। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর।
- ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য কেন্দ্রের, বাজেটে ঘোষণা করলেন সীতারমন।
- মাছের উৎপাদন ২০০ লক্ষ টন বাড়ানোর প্রস্তাব।
- ন্যাবার্ড রি ফিনান্স স্কিম চালু হবে।
- ১২ টি রোগের জন্য মিশন ইন্দ্রধনুষ।
- স্বাস্থ্য প্রকল্পের জন্য জল জীবন মিশন।
- ফিট ইন্ডিয়া মুভমেন্ট চালু হচ্ছে।
- আরও অনেক হাসপাতাল তৈরি হবে।
- ‘টিবি হারেগা, দেশ জিতেগা’ ক্যাম্পেন চালু হয়েছে।
- স্বচ্ছ ভারত মিশনে ১২ হাজার ৩০০ কোটি টাকা।
- জল জীবন মিশনে ৩.৬০ লক্ষ কোটি টাকা।
- নতুন এডুকেশন মিশন চালু হবে শীঘ্র।
- স্বাস্থ্য প্রকল্পে ৬৯ হাজার কোটি টাকা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন