Friday, September 20, 2024
Latest Newsদেশফিচার নিউজ

‘‌সেলেবরা কি ভয়ে এবং বাধ্য হয়েই ট‍্যুইট করছেন?’‌, কৃষকদের পাশে দাঁড়িয়ে প্রশ্ন শত্রুঘ্নর

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সহ-অভিনেতাদের বিরুদ্ধে গিয়ে ‌কৃষকদের পাশে দাঁড়িয়েছেন সোনাক্ষী সিনহা। এবার কৃষকদের হয়ে সরব হলেন তাঁর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহাও। নিজের পুরনো দলের বিরুদ্ধে তোপ দাগলেন। কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রীকেও। সেই সঙ্গে প্রশ্ন তুললেন, কোন ভয়ে চুপ করে থাকছেন সেলেবরা।
কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন রিহানা, গ্রেটা থুনবার্গরা। তাঁদের প্রশংসা করে প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন বললেন, ‘‌আন্তর্জাতিক সেলেবদের এই টুইটের আমরা প্রশংসা করছি। আমাদের প্রধানমন্ত্রীই বেশ কয়েক বার বলেছেন, যে আমরা বিশ্বজনীন সম্প্রদায়ে বাস করি। এটা শুধু ভারতের ইস্যু নয়, এটা কৃষকদের ইস্যু, ৭০–৭৫ দিন ধরে যাঁরা ন্যায্য অধিকারের দাবিতে অবস্থান করছেন। সমস্ত বাধা পেরিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াসে বসে রয়েছেন।’‌

শত্রুঘ্নর কথায়, ‘‌কৃষকরা আন্দোলনের নতুন রূপ দেখিয়েছেন। সারা দুনিয়া তাঁদের প্রশংসা করছে। রিহানা, গ্রেটা থুনবার্গ, কমলা হ্যারিসের বোনঝিও প্রশংসা করেছেন। ওঁরা উদ্বেগ প্রকাশ করেছেন, বিশ্বজনীন সম্প্রদায়ের বাসিন্দা হিসেবে আমি আপ্লুত।’

শত্রুঘ্নর প্রশ্ন, রিহানা যা বলেছেন, তাতে দোষের কী আছে?‌ ‘‌খুব সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা গিয়ে বলেছেন অব কি বার ট্রাম্প সরকার। এটাকে কি আপনারা আমেরিকার আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলবেন?‌ না। জামার্নিতে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদও হস্তক্ষেপ নয়। চীনের তিয়ানমেন স্কোয়্যার নিয়ে কথা বলাও হস্তক্ষেপ নয়। তাহলে ওঁরা কৃষকদের নিয়ে উদ্বেগ, ভালোবাসা প্রকাশ করলে তারও প্রশংসা করা উচিত।’‌

এর পর রিহানাদের বিরুদ্ধে ভারতীয় সিনেমা আর ক্রিকেট জগতের তারকারদের সরব হওয়া নিয়েও কটাক্ষ করেছেন শত্রুঘ্ন। তাঁর মতে, ‘‌আমাদের কেউ কেউ যাঁরা একই রকম টুইট করেছেন, আপনার মনে হয় ‌ওঁরা নিজেরা করেছেন এসব?‌ কোনও প্রশ্নই নেই। কৃষকরা যখন জিরো ডিগ্রি তাপমাত্রায় না খেয়ে বসেছিলেন, ওঁরা একটা কথাও বলেননি।’‌

‘‌ওঁরা আমাদের ইন্ডাস্ট্রির গুটিকয় লোকজন, যাঁরা এমনিতে খুব ভালো। তাঁদের আমি তাঁদের উচ্চাসনে রাখি। ওঁরা কি কোনও চাপে রয়েছেন?‌ ওঁদের মধ্যে কি ভয় কাজ করছে?‌’‌ প্রশ্ন তুললেন শত্রুঘ্ন।

 

Leave a Reply

error: Content is protected !!