দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রাজ্যের ট্যাবলোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। বুধবার কেন্দ্রের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে বাংলার ট্যাবলো প্রস্তাব নাকচ করার কথা জানানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি দ্বন্দ্বে এটা নতুন মোড় বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
জানা গিয়েছে, ১৬টি রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চল এবং ছ’টি মন্ত্রক ও দফতরের ট্যাবলোকে প্যারেডের জন্য বেছে নেওয়া হয়েছে। মোট ৫৬টি ট্যাবলোর প্রস্তাব দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত সেখান থেকে ২২টিকে বেছে নিয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে পশ্চিমবঙ্গকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডের জন্য বাছাই তালিকায় রাখা হয়েছিল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন