দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের আগস্ট মাস। দিলবর-সহ মোট ১৭ জন শিশু কয়েকজন ব্যক্তির সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দিল্লিগামী ট্রেনের কামরায় ওঠে। মাঝপথে বিহারে বিষয়টা চোখে পড়ে কয়েকজন সমাজকর্মীর। সন্দেহ হওয়ায় পুলিশকে জানান তাঁরা। কিন্তু দিলবরদের নিয়ে যাওয়া ব্যক্তিদের সেটা বুঝতে দেওয়া হয়নি। দিল্লি স্টেশনে ট্রেন ঢুকতেই ওদের উদ্ধার করেন পুলিশকর্মী ও এনজিও সদস্যরা। আটক করা হয় সঙ্গে থাকা ব্যক্তিদের।
তবে এটাই দিলবরের প্রথমবার দিল্লি যাত্রা নয়। এর আগেও দিল্লির এক সেলাই কারখানায় কাজ করতে নিয়ে যাওয়া হয়েছিল বছর ১১-র শিশুকে। করোনা লকডাউনের সময়ে তাকে কয়েকদিনের জন্য পশ্চিমবঙ্গে ফেরত আনা হয়। লকডাউন ওঠায় ফের তাকে কাজ করাতে নিয়ে যাওয়া হচ্ছিল। ‘আমার কাকা গত বছর আগস্টে আমার টিকিট কেটে দেন,’ জানায় সে। আপাতত দিল্লির মুক্তি আশ্রমে থাকছে দিলবর ও তার বন্ধুরা। বাচান বাঁচাও আন্দোলন নামক এক স্বেচ্ছাসেবী সংস্থার হোমে থাকে তারা। গ্রেফতার করা হয়েছে দিলবরের কাকাকে।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২১-এর জুনের মধ্যে এভাবেই প্রায় ৯ হাজার শিশুকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে। দিলবর-ও তাদেরই একজন। এমনই তথ্য দিয়েছে নোবেল শান্তি পুরষ্কারজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থীর স্বেচ্ছাসেবী সংস্থা বাচান বাঁচাও আন্দোলন।
এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শিশু উদ্ধার হয়েছে উত্তরপ্রদেশ (৩,১৮৩ জন) থেকে। এরপরেই পর পর রয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান ও গুজরাটের নাম। প্রতিটি স্থানেই ‘কাজের’ উদ্দেশ্যে পাচার করে দেওয়া হয়েছে নাবালক-নাবালিকাদের।