Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

শীতলকুচি কাণ্ডে ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব সিআইডির

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কোচবিহারের শীতশকুচিতে ভোট গ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন ৫ জন ভোটার। নির্বাচন কমিশন সেই ঘটনাকে ছোট করে দেখলেও মুখ‍্যমন্ত্রী রাজি নয়। দোষীদের শাস্তি দিতে সরকার গঠনের পরই শীতলকুচি নিয়ে ততপর মমতা বন্দ্যোপাধ্যায়। গুলিকান্ডে এবার ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব করল সিআইডি। কালই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় কেন্দ্রীয় বাহিনী। আবেদন নাকচ করে দেয় সিআইডি।

২ সিআইএসএফ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ওই ৬ জন শীতলকুচির ১২৬ নম্বর বুথের দায়িত্বে ছিলেন।

সিআইডি সূত্রে খবর, এদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, চারজন কনস্টেবল ও একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। কী কারণে গুলি চালানো হয়েছিল, তা জানতেই কেন্দ্রীয় বাহিনীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি।

Leave a Reply

error: Content is protected !!