Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজবিনোদন

প্লাজমা দান করলেন করোনাজয়ী তরুণী, কুর্নিশ জানালেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার প্রথম করোনাজয়ী মনামী বিশ্বাস সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে প্লাজমা দান করেন। রাজ্যে তিনিই তৃতীয় করোনা আক্রান্ত। স্কটল্যান্ডের পড়ুয়া ওই কন্যাই প্রথম বাংলার করোনাজয়ী। সুস্থ হওয়ার পর করোনা চিকিৎসার স্বার্থে প্লাজমা দান করার ইচ্ছে প্রকাশ করেন এবং সেই অনুযায়ী সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়ে প্লাজমা দান করে এলেন হাবড়ার মনামী বিশ্বাস।

তাঁর এই পদক্ষেপের জন্যই তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী কুর্নিশ জানালেন মনামীকে। কিছু দিন আগেই মিমির সঙ্গে ইস্টাগ্ৰাম লাইভে এসেছিলেন মনামী এবং সেখানে শোনান তার করোনা যুদ্ধের কাহিনী। মিমির মনে হয়েছিল বাংলার মানুষের মধ্যে করোনা সম্পর্কে যে ভীতি আছে, মনামীর করোনা জয়ী অভিজ্ঞতা, সাহসিকতা, সচেতনতা, প্রভৃতি কিছুটা হলেও এই ভীতি দূর করবে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!