দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা-সংক্রমণ রুখতে দেশ জোড়া লকডাউনই যদি একমাত্র পথ হয়, তবু তার নীল নকশা তৈরির সময়ে কি যথেষ্ট চিন্তাভাবনা করেছিল মোদী সরকার? আগেভাগে ভাবা হয়েছিল দরিদ্র মানুষের কথা? মোদী সরকারের প্রতি রইল কিছু প্রশ্ন –
- লকডাউনের মতো এত বড় সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর করা হয়েছে মাত্র চার ঘণ্টার মধ্যে। কার্যত কোনও প্রস্তুতি ছাড়াই। লকডাউন ঘোষণার অন্তত কয়েক দিন আগে জানানো যেত না?
- হঠাৎ পরিবহণ পুরো স্তব্ধ হয়ে গেলে, তাঁদের অনেকে যে ভিন রাজ্যে আটকে পড়তে পারেন, সেই সম্ভাবনা সরকারের নজর এড়িয়ে গেল কী ভাবে?
- সাধারণ মানুষের (বিশেষত দরিদ্রদের) মনোবল চিড় না-খাওয়ার বিষয়টি নিশ্চিত করতে কোনও বড় মাপের আর্থিক প্যাকেজ ঘোষণা করা যেত না?
- লকডাউনের পরও বিশেষ ট্রেন, বাসে করে ঘরে ফেরানো যেত না ভিন রাজ্যের কর্মীদের? তা না-করে এমন হঠাৎ সব কিছু বন্ধ করে দিয়ে তাঁদের চরম বিপদের মুখে ঠেলে দেওয়ার অর্থ কী?
- ভিন রাজ্যে থাকা অধিকাংশেরই দিন আনি-দিন খাই দশা। লক-ডাউন ঘোষণার পরে তাঁদের অধিকাংশকে বাড়ি ছাড়তে বলে দিয়েছেন বাড়ি-মালিকরাও। মাথায় ছাদ নেই। রোজগার বন্ধ। বাধ্য হয়ে দলে দলে বাড়ির পথ ধরতে বাধ্য হয়েছেন এঁরা। এটাই কি তাঁদের দোষ?
- প্রচুর সংখ্যক মানুষ দলে-দলে রাস্তায় নেমে আসতে বাধ্য হওয়ায় এখনও পর্যন্ত ২২ জন রাস্তায় দুর্ঘটনা কিংবা শারীরিক অসুস্থতায় মারা গিয়েছেন। আরও ২৭ জন হয়েছেন করোনার শিকার। তা হলে পরিকল্পনার অভাবে এ ভাবে আচমকা লকডাউনে সরকারের মূল লক্ষ্যই ব্যর্থ হয় না কি?