দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : স্বতন্ত্র নিউজ পোর্টাল নিউজ ক্লিকের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন ইউইপিএ-এর অধীনে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এর আগে সংস্থার একাধিক সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। ইউএপি-এর অধীনে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। প্রবীর পুরকায়স্থ ছাড়াও সিনিয়র সাংবাদিক পরঞ্জয় গুহঠাকুরতা, উর্মিলেশকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।
এছাড়াও, অভিসার শর্মা, ভাষা সিং, অদিতি নিগম, তৃনা শঙ্করের বাড়িতে হানা দিয়েছে দিল্লি পুলিশ। এঁদের সকলের ফোন এবং ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। অভিসার শর্মা এবং ভাষা সিং নিজেদের এক্স হ্যান্ডেলে পৃথকভাবে একথা জানিয়েছেন।