দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি আইপিএলে ভালো খেলতে পারছেন না। তাঁর দল চেন্নাই সুপার কিংসও হারছে একের পর এক ম্যাচ। তাই ফেসবুক ও ট্যুইটারে ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হল তাঁর ৫ বছরের মেয়ে জিভাকে। চাঞ্চল্যকর বিষয়টি সোশ্যাল মিডিয়াতেই সামনে এনেছেন নেটিজেনরা।
Just saw that Dhoni's 6-year-old daughter Ziva is getting rape and death threats because he didn't play well in #IPL2020
Do people realize what shithole we have become? Can you even imagine where we are heading as a country?
Morally dead and decayed nation! pic.twitter.com/tYF9CsMleY
— Aryan Srivastava (@aryansrivastav_) October 8, 2020