Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

যোগীরাজ‍্যে হাসপাতালের ভিতরে কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর, ফের স্বাস্থ‍্যব‍্যবস্থার বেহাল দশা প্রকাশ‍্যে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রতিদিনই কোনো না কোনো এক খবরের শিরোনাম দখল করে থাকে। নিত্য দিনে খুন, ধর্ষণ, নারী নির্যাতন ঘটেই চলেছে উত্তরপ্রদেশে। কিন্তু এবার যা ঘটল সেটাও কম ভয়াবহ নয়। যা থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে যে যোগী সরকার স্বাস্থ্য ব‍্যবস্থা নিয়ে নয় শুধুমাত্র রাম মন্দির নিয়েই ব্যস্ত। উত্তরপ্রদেশের  সাম্বাল জেলার সরকারি হাসপাতালের ভিতরে একটি কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর। যে ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে সোশাল মিডিয়া। তাঁদের নিশানায় যোগীরাজ্যের স্বাস্থ্যমহল।

বৃহস্পতিবার, এক সড়ক দুর্ঘটনার পরে কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর দেহ হাসপাতালের এক কোনে ফেলে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু, আদতে সেই কিশোরী মারা গিয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। ২০ সেকেন্ডের ওই ভিডিও বিরাট আকারে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, স্ট্রেচারের উপর উঠে মুখ দিয়ে চাদর সরিয়ে খুবলে খাচ্ছে মৃতদেহ।

খবর পেয়ে হাসপাতালে পরিবার পৌঁছালে এমন দৃশ্যই  দেখে তাঁরা। স্থানীয় থানায় হাসাপাতালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। রাস্তার কুকুরের এই উপদ্রবের কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Leave a Reply

error: Content is protected !!