দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে গণআন্দোলন গড়ে তুলেছেন কৃষকরা। তারমধ্যে দিল্লিতে রাস্তা বন্ধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। আর এর জেরে প্রবল ক্ষতির মুখে পড়ছে পঞ্জাব, হরিয়ানা এবং হিমাচল প্রদেশের অর্থনীতি। মঙ্গলবার এমনটাই জানাল দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অব ইন্ডিয়া (অ্যাসোচ্যাম)।
তাদের মতে, আন্দোলনের কারণে এই রাজ্যগুলোতে প্রতি দিন পণ্য পরিবহণ ব্যবস্থার উপর প্রভাব পড়ছে। যার প্রভাব পড়ছে রাজ্যের অর্থনীতির উপর। অ্যাসোচ্যাম-এর মতে, সেই ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০০০-৩৫০০ কোটি টাকা।