Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকারকে বুড়ো আঙুল ইলন মাস্কের, বন্ধ হবেনা কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত একাউন্ট

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইলন মাস্কের মালিকানাধীন এক্স হ্যান্ডেল (ট্যুইটার) কৃষকদের দিল্লি চলো আন্দোলনের সঙ্গে জড়িত নির্দিষ্ট অ্যাকাউন্ট এবং পোস্ট স্থগিত করার মোদী সরকারের দাবি মানবে না বলে জানিয়েছে। সোশ্যাল মিডিয়া সংস্থাটি ভারত সরকারের নির্দেশের পরিপ্রেক্ষিতে নিজেদের অসম্মতি প্রকাশ করেছে এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের সংস্থার ঘোষিত প্রতিশ্রুতির উপর জোর দিয়েছে।

ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডডিট, এক্স এবং স্ন্যাপ-এর মতো শীর্ষ সোশ্যাল মিডিয়া সংস্থাগুলির প্রতি একটি আদেশ জারি করেছিল। যেখানে ‘পাবলিক অর্ডার’ বজায় রাখতে কৃষকদের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ১৭৭ অ্যাকাউন্ট এবং লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছিল।

মাইক্রোব্লগিং সাইট এক্স তার অফিসিয়াল একাউন্ট গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স এ লিখেছে, “আমরা এই ক্রিয়াকলাপের সঙ্গে একমত নই এবং মত প্রকাশের স্বাধীনতা এই পোস্টগুলিতে প্রসারিত হওয়া উচিত। ভারত সরকারের ব্লকিং আদেশকে চ্যালেঞ্জ করে একটি রিট আপিল এখনও মুলতুবি রয়েছে। আমাদের নীতি অনুসারে আমরা প্রভাবিত ব্যবহারকারীদের এই ক্রিয়াকলাপের নোটিশ প্রদান করেছি।”

Leave a Reply

error: Content is protected !!