Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজসম্পাদকীয়

মোদী সরকারের লকডাউনে পোয়াবারো আম্বানির! ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মেরে হাসছে রিলায়েন্স

 সামাউল্লাহ মল্লিক

করোনা সংক্রমন রুখতে দেশজুড়ে চলমান লকডাউনে সবথেকে বেশি লাভবান হচ্ছে কে? জবাব হল – বিগ বাজার, ফুড বাস্কেট, ডিমার্ট, রিলায়েন্স ফ্রেস, অন ডোর ইত্যাদি অনলাইন স্টোরগুলি। সরকার পুলিশের হাতে লাঠি ধরিয়ে বাধ্য করেছে যে, বাড়িতে বসে এই অনলাইন স্টোরগুলি থেকে কেনাকাটা করুন। জনগণও ভয়ে এবং একপ্রকার বাধ্য হয়েই তাই করা শুরু করেছে।

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলি সাপ্লাই চেইন ভেঙে চুরমার করে দিয়েছে। মুদি দোকানগুলির মাল শেষ হয়ে দোকান বন্ধ হয়ে যাচ্ছে। অথচ, অনলাইন স্টোরগুলি রমরমিয়ে চলছে। মুম্বইয়ে বসে একজন বড় ব্যবসায়ী মুচকি হেঁসে এসব দৃশ্য দেখছিলেন। তাঁর নাম মুকেশ আম্বানি। তিনি সুযোগ বুঝে জিও প্ল্যাটফর্মস লিমিটেডে ফেসবুককে ৪৩ হাজার কোটি টাকার বিনিয়োগ করার অনুমতি দিয়ে দিলেন।

করোনার আবহে ঘটে যাওয়া এই বিনিয়োগ চুক্তিকে আম্বানির বড় পদক্ষেপ হিসেবে আলোচনা শুরু হল সোশ্যাল সাইটে। একে মস্তিষ্কের দেউলিয়া বলাই বুঝি ভালো হবে। আসলে পুরো ব্যাপারটা দেশের ৬ কোটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, ১২ কোটি কৃষক ও ৩ কোটি মুদি দোকানির ক্ষতির সঙ্গে জড়িত। রিলায়েন্স জিও নিজেদের প্রেস বিজ্ঞপ্তিতে একথা স্বীকার করেছে। এখন কি অবস্থা হবে ওই ২১ কোটি মানুষের?

চলুন ক্রোনোলজি বুঝে নেওয়া যাক –

২০১৯ সালের ডিসেম্বর মাসে ‛জিও মার্ট – দেশের নতুন দোকান’ নাম দিয়ে একটি ব্র্যান্ড বাজারে নিয়ে এসেছিল রিলায়েন্স রিটেইল। কিন্ত পরে কিছু অর্থনৈতিক সমস্যা ও ঋণের বোঝা বেড়ে যাওয়ায় তা প্রসার লাভ করতে পারেনি। এখন ফেসবুক ও রিলায়েন্স জিও’র চুক্তির পর ভারতের ৮০ শতাংশ রিটেইল ইন্ডাস্ট্রির উপর আম্বানির শক্তপোক্ত থাবা পড়ে গিয়েছে। ৮০ শতাংশ রিটেইল ইন্ডাস্ট্রির অর্থ হল, প্রায় ৭০০ বিলিয়ন ডলারের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন আম্বানি!

এখন থেকে আপনি ঘরে বসেই হোয়াটসঅ্যাপের একটি ফিচার ব্যবহার করে মুদিখানার যেকোনও মালের অর্ডার দিতে পারবেন। এটা খুবই লাভদায়ক। কিন্তু একটু ভাবুন, সেই ৩ কোটি মুদি দোকানির কি হবে, যাঁরা আপনাকে সময়ে-অসময়ে ধারে মাল দিয়েছে? এরপর রিলায়েন্স নিজস্ব প্রোডাক্ট বানাবে এবং ধীরে ধীরে অন্যান্য প্রোডাক্ট বাজার থেকে আউট করে দেওয়া হবে। তখন আপনাকে অনিচ্ছা সত্বেও রিলায়েন্স প্রোডাক্টই ব্যবহার করতে হবে।

শীঘ্রই মোদী সরকার রিলায়েন্স রিটেইল-এর ইচ্ছামফিক কৃষকদের ন্যূনতম সমর্থন মূল্য ঘোষণা করবে, যাতে প্রিয় বন্ধুটি সর্বোচ্চ সুবিধা পেতে পারেন। তারপর আর কী? কৃষক আত্মহত্যার ঘটনা আরও বাড়বে, মুদি দোকানিরা অসহায় হয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার আপনার কিই বা এসে যায় তাতে? খবরের কাগজে সেসব ঘটনা পড়ব আর রিলয়েন্স-এর চিপস খেতে খেতে পাতা উল্টে দেব। এমনই হবে নয়া ভারত।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!