Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ফিল্মের সেটে গুণ্ডাগিরি হিন্দুত্ববাদীদের, ভাঙচুর! কড়া ব্যবস্থা নিতে বললেন কেরলের মুখ্যমন্ত্রী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কোচির অদূরে পেরিয়ার নদীর তীরে তৈরি একটি শুটিং-এর সেটে ভাঙচুর চালালো একটি হিন্দুত্ববাদী সংগঠন। রবিবার রাতে সেখানে ভাঙচুর চালায় ওই হিন্দুত্ববাদী গুণ্ডারা। তাদের বক্তব্য, ওই ফিল্ম সেটের উল্টোদিকে আছে একটি শিবমন্দির। ফিল্ম সেটের মধ্যে এমন একটি কাঠামো বানানো হয়েছিল, যা অনেকটা গির্জার মতো দেখতে। হিন্দুত্ববাদীরা আগেই ওই কাঠামো নিয়ে আপত্তি জানিয়েছিল। কথা না শোনায় তারা ভাঙচুর করেছে।

সোমবার ওই ঘটনায় এফআইআর দায়ের করে পেরুওম্বাভুর থানার পুলিশ। যে সিনেমার জন্য সেট নির্মাণ করা হয়েছিল, তার নাম ‘মিন্নাল মুরলি’। ছবির নায়ক তোভিনো টমাস। ছবির সেট ভাঙচুরের কথা প্রথমে ফেসবুকে জানান হরি পালোডে নামে এক ব্যক্তি। তিনি অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ নামে এক দক্ষিণপন্থী সংগঠনের সদস্য। তিনি জানিয়েছেন, বজরং দলের সদস্যরাও ভাঙচুরে যুক্ত ছিল।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, “কেরলে এমন ঘটনা মেনে নেওয়া হবে না। মার্চ মাসে ওই সেট নির্মাণ করা হয়েছিল। লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছিল। কিন্তু লকডাউনের ফলে শ্যুটিং হতে পারেনি। এখন শুনছি বজরং দল তার সেট ভাঙচুর করেছে। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্যই এই কাজ করা হয়েছে। কেরলে সাম্প্রদায়িক শক্তিকে বেড়ে উঠতে দেওয়া হবে না।”

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!