দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভাইরাস কখনও জাত-ধর্ম দেখে হানা দেয় না। এই রোগে আক্রান্ত হতে পারেন যে কেউ। তাই সব বিভেদ ভুলে নিঃস্বার্থভাবে এগিয়ে আসতে হবে। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি আরও বলেন, ‛হিন্দু-মুসলিম, জাত-ধর্ম সব ভুলে করোনা লড়াইয়ে সামিল হন। একজনের প্লাজমা প্রাণ বাঁচাতে পারে অন্যের। ধর্ম ভুলে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠারা এগিয়ে এসে প্লাজমা দিন।’
প্লাজমা থেরাপির প্রথম প্রয়োগ সফল দিল্লিতে। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের চার করোনা রোগীর চিকিৎসা এই প্লাজমা থেরাপি দিয়েই করা হয়েছিল। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রী বলেন, ‛হিন্দু-মুসলিম ভেদাভেদের সময় এখন নয়। প্লাজমা কে দিচ্ছেন সেটা বড় কথা নয়, প্রাণ বাঁচানোই মূল লক্ষ্য।’
Support Free & Independent Journalism