দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : যখন স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বলা হয়, ঠিক তখন বীর বিপ্লবী রামপ্রসাদ বিসমিল-এর কথা জানা যায়। শহীদ ভগৎ সিং তাঁকে এই বলে প্রশংসা করেছেন যে, তিনি উর্দু ও হিন্দিতে একজন মহান কবি ও লেখক ছিলেন, যিনি ইংরেজি থেকে ক্যাথেরিন এবং বাংলা থেকে বলশেভিক অনুবাদ করেছিলেন।
রামপ্রসাদ বিসমিল ইংরেজ সরকারের ঘুম কেড়ে নিয়েছিলেন এবং ভারতের স্বাধীনতার জন্য মাত্র ৩০ বছর বয়সে ফাঁসির মঞ্চে শহীদ হন। বিসমিল আজিমাবাদীর বিখ্যাত গান ‛সারফারোশি কি তামান্না আব হামারে দিল মে হে, দেখ না হে জোর কিতনা বাজো হে কাতিল মে হে’ জনপ্রিয় হয়েছিল রামপ্রসাদ বিসমিলের জন্যই। এই গান গেয়ে কত বিপ্লবী যে ফাঁসির মঞ্চে শহীদ হয়েছেন তার ঠিকানা নেই।
রামপ্রসাদ বিসমিল ‛মৈনপুর কাণ্ড’ এবং ‛কাকোরী কাণ্ড’-এ নেতৃত্ব দিয়ে ব্রিটিশ শাসকের বুকে প্রচণ্ড আঘাত হেনেছিলেন। ১১ বছরের বিপ্লবী জিবনে রামপ্রসাদ অনেক বই লিখেছিলেন এবং তা তিনি স্বয়ং প্রকাশিত করেন। রাম প্রসাদের জীবনকালেই প্রায় সমস্ত বই প্রকাশিত হয়, কিন্তু ইংরেজ সরকার তার সমস্ত বই বন্ধ করে দেয়।