দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মৃত্যুবরণ করলেন ‘বক্তা সম্রাট’ নামে পরিচিত তথা উপমহাদেশের বিশিষ্ট আলেম ও বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ঐতিহাসিক গোলাম আহমাদ মোর্তজা। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোর ৩.০৫ নাগাদ কলকাতার জিডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আশি ঊর্ধ্ব। তাঁর মৃত্যুতে বাংলায় শোকের ছায়া নেমে এসেছে।
ইতিহাসের ইতিহাস, চেপে রাখা ইতিহাস, এ এক অনন্য ইতিহাস, বজ্র কলম, পুস্তক সম্রাট প্রভৃতি বই লিখে তিনি সাড়া জাগিয়েছিলেন। ‘ইতিহাসের ইতিহাস’ বইটি পশ্চিমবঙ্গ সরকার ১৯৮১ সালে বাজেয়াপ্ত ঘোষণা করে।
স্বাধীনতার আগে মরহুম গোলাম আহমাদ মোর্তজার জন্ম বর্ধমানের মিরেরডাঙা গ্রামে। ১৯৬৮ সাল নাগাদ তিনি মেমারিতে মুসলিমদের আধুনিক ও ইসলামি শিক্ষার মিশেল শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্দেশ্যে শুরু করেন মেমারি টেকনিক্যাল মাদ্রাসা। পরে তা মেমারি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম নামে পরিচিত হয়।
মরহুম মোর্তাজা মেমারিতেই মুসলিমদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল মেমারি ন্যাশনাল স্কুল শুরু করেন। নানা কারণে তা বন্ধ করে দিতে হলেও পরে মামূন ন্যাশনাল স্কুল নামে ইসলামিক মিশন স্কুল প্রতিষ্ঠা করেন, যা রাজ্যের মধ্যে সুনাম কুড়িয়েছে। মুসলিম শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা নিয়ে চলেছে। তিনি ছিলেন কুরআনে হাফিজ।
এছাড়া আল মদিনা মার্কেট ওয়েলফেয়ার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও তৈরি করেন। তবে, তার সুখ্যাতি ছড়িয়ে পড়ে মুসলিম ইতিহাস নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বক্তৃতা দেওয়া নিয়ে। তাঁর মোহিত করা বক্তব্য রাখার জন্য তিনি সমাজে ‘বক্তা সম্রাট’ নামে পরিচিত সুখ্যাত হয়ে ওঠেন। পশ্চিমবঙ্গ, অসম ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে তিনি ‘বক্তা সম্রাট’ হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। স্বাভাবতই তাঁর মৃত্যুতে বাংলার আলেম সমাজে এক অপূরণীয় ক্ষতি হল।