নয়াদিল্লি, ২৫ আগস্ট: বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে জমে থাকা মামলাগুলি সম্পর্কে যে তথ্য পাওয়া গিয়েছে তা খুবই আপত্তিকর ও অসন্তোষজনক বলে মন্তব্য করল সুপ্রিমকোর্ট। বিচারপতি অবশ্য বলেন, অনেক ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যেও তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়ে থাকতে পারে। সেই মামলাগুলি তুলে নিতে বাধা নেই। তবে তার আগে হাইকোর্ট খতিয়ে দেখবে, ওই মামলাগুলির আদৌ কোনও ভিত্তি আছে কিনা।
বুধবার সুপ্রিমকোর্ট স্পষ্ট নির্দেশ দেয়, হাইকোর্টের অনুমতি ছাড়া কোনও বিধায়ক বা সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা তোলা যাবে না। একইসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বিচারপতি বলেন, এমএলএ এবং এমপিদের বিরুদ্ধে মামলার তদন্ত যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়, সেজন্য দরকারে বাড়তি লোক নিয়োগ করুক সিবিআই এবং ইডি।