Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‛টিকটক’-এ মোদী সরকারের অ্যাকাউন্ট! চিনবিরোধী নীতি কি তবে জুমলা? উঠছে প্রশ্ন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : চিনের সঙ্গে ভারতের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। এরই মধ্যে লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা। ভারতীয় সেনা জওয়ানদের উপর চিনের সেনা কাপুরষোচিত আক্রমণের প্রতিবাদ করেছে দেশবাসী। এমনকী চিনা দ্রব্য বর্জনের দাবিও উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারিত ‘আত্মনির্ভর ভারত’ হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অর্থাৎ ব-কলমে মোদী চিনা দ্রব্য বর্জন করে দেশজ পণ্যে আস্থা রাখতে বলেছেন।

এদিকে, চিনা অ্যাপ টিকটক-এ ভারত সরকারের অ্যাকাউন্ট রয়েছে। তাই অনেকে প্রশ্ন তুলেছেন চিনবিরোধী নীতি কি তবে স্রেফ জুমলা? টিকটকে ভারত সরকারের অ্যাকাউন্টের ফলোয়ার ৯ লাখ ৩০ হাজারের বেশি। এরই মধ্যে অনেকে ওই অ্যাকাউন্ট ডিলিট করার দাবি তুলেছেন। তাঁদের দাবি, সরকার নিজেই চিনা অ্যাপ ব্যবহার করলে দেশবাসীর উপর বিরূপ প্রভাব পড়বে। চিনের প্রতি বিরোধিতা প্রদর্শনের জন্য ইতিমধ্যে অনেকেই টিকটক থেকে অ্যাকাউন্ট ডিলিট করেছেন।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!