Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

লঘু পাপে গুরু দণ্ড, রাস্তার পাশে প্রস্রাব করার ‘অপরাধে’ তিন বন্ধু মিলে পিটিয়ে মারল অপর বন্ধুকে

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:  লঘু পাপে গুরু দণ্ড, রাস্তার পাশে প্রস্রাব করার ‘অপরাধে’ তিন বন্ধু মিলে পিটিয়ে মারল অপর বন্ধুকে। রবিবার রাতে এমনটাই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদ। মঙ্গলবার ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের আদালতে পেশ করা হলে তাদের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

ইন্সপেক্টর এম মহেন্দ্র রেড্ডি জানিয়েছেন, রবিবার রাতে আনন্দ রাজ (৩৩) নামের এক যুবক কাজ থেকে ফিরছিলেন । রাস্তার পাশে তিনি গাড়ি দাঁড় করান প্রকৃতির ডাকে । আনন্দকে রাস্তার ধারে প্রস্রাব করতে দেখে ভরাপ্রসাদ ও অনিল বাবু নামের দুই ব্যক্তি । সে সময়ই আনন্দের পাশ দিয়ে যাচ্ছিল ওই দুই বন্ধু । আনন্দকে রাস্তার পাশে বাহ্য করতে দেখে দু’জনেই রেগে যায় । বচসা শুরু হয়ে যায় তিন জনের মধ্যে ।

এর কিছুক্ষণ পরেই দুই বন্ধুর সঙ্গে এসে যোগ দেয় আরও এক বন্ধু, শঙ্কর । পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা তিন জনেই মদ্যপ অবস্থায় ছিল । তিন বন্ধু মিলে এরপর চড়াও হয় আনন্দের উপর । আনন্দের মুখে ঘুষি মারে শঙ্কর । এতেই জ্ঞান হারান আনন্দ । এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । পুলিশ অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করেছে ।

 

Leave a Reply

error: Content is protected !!