Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

নজির গড়ল হাওড়া, গোল্লা পেয়ে মুখ থুবড়ে পড়ল বিজেপি, জেলার ১৬টি আসনেই জয়ী তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৬-০। সবুজ ঝড়ে হাওড়া জেলার সব ক’টি আসনে বিজেপি ধূলিসাৎ হল। তবে জেলার ১৬টি কেন্দ্রেই এ বার বাম, কংগ্রেস ও আইএসএফ জোটের প্রার্থীদের তৃতীয় স্থানে সরিয়ে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। যদিও, ২০১৬ সালে তারা ছিল তৃতীয় স্থানে।

জেলার মোট ১৬টি আসনের মধ্যে শহুরে এলাকার ৬টি (বালি, ডোমজুড়, হাওড়া উত্তর, হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ ও শিবপুর) আসন ২০১৬ সালেও ছিল তৃণমূলের হাতে। গ্রামীণ এলাকার ১০টি (সাঁকরাইল, পাঁচলা, জগৎবল্লভপুর, উদয়নারায়ণপুর, আমতা, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া দক্ষিণ, শ্যামপুর এবং বাগনান) আসনও এবার তৃণমূলের দখলে।

Leave a Reply

error: Content is protected !!