কলকাতা, ১২ ফেব্রুয়ারি: হিজাব ইস্যুতে তোলপাড় গোটা দেশ। বিগত প্রায় একমাস ধরে কর্ণাটকে হিজাব বিতর্ক চলছে। কলেজে হিজাব পরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার জেরে উত্তাল হয়ে উঠেছে কর্ণাটকের একাধিক শিক্ষাঙ্গন। এইবার এই ইস্যুতে সরব হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন পাগড়ি আপনার চয়েস হতে পারে, কিন্তু হিজাব (চয়েস) হতে পারে না?
নিজের ইনস্টা স্টোরিতে একটি ফটো কোলাজের বাঁ দিকে দেখা যাচ্ছে পাগড়ি পরা এক ব্যক্তিকে, ডান দিকে রয়েছেন হিজাব পরা এক মহিলা। উল্লেখ্য, হিজাব পরিহিত কিছু মুসলিম মেয়েকে উদুপির একটি সরকারি কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল গত ডিসেম্বরে। এরপর থেকে পরপর কলেজে নিষিদ্ধ হয়েছে হিজাব। চলতি সপ্তাহে সেই পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজ চত্বরে লাঠি চার্জ পর্যন্ত করতে হয়েছে পুলিশকে।