Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ভারতে ৯৩ ভাগ মুসলিম এবং ৬৫ ভাগ হিন্দু পরস্পরকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন : সমীক্ষা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশে দুই সম্প্রদায়ের মধ্যে সুসম্পর্ক থাকুক কে না চান। কিন্তু মাঝে উগ্ৰহিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা কখনও কখনও গো-রক্ষার নামে কখনও জয় শ্রীরামের নামে নিরীহ মুসলিম হত্যায় মেতে ওঠে। এই ঘটনায় সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই রুষ্ট। তারা চান না ধর্মের নামে হিংসা হোক। সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে তাই হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষই প্রতিবাদে সরব হন। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনকে সাম্প্রদায়িক বলে অভিহিত করে এখনও বিভাজনের রাজনীতি চলছে। তবে দেশে একে অপর সম্প্রদায়কে কি চোখে দেখে তা নিয়ে এক সমীক্ষা প্রকাশ করেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টার।

তাতে দেখা গেছে ভারতে মুসলিমদের ৯৩ ভাগ ইতিবাচক মনোভাব নিয়ে হিন্দুদের বিবেচনা করে, আর হিন্দুদের মাত্র ৬৫ ভাগ মুসলিমদের ইতিবাচক দৃষ্টিতে দেখে থাকে। নতুন এক সমীক্ষায় এ চিত্র দেখা গেছে। তবে এই মতামত নেওয়া হয় সিএএ আন্দোলনের আগে।

উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক পিউ রিসার্চ সেন্টারের প্রকাশিত সমীক্ষায় এ তথ্য জানা গেছে। ২০১৮ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে ৩,৫০৫ জন ভারতীয়দের ওপর এই সমীক্ষা চালানো হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, বিশেষ ধর্ম, বর্ণ বা জাতিগত গ্ৰুপের সদস্য লোকজন তাদের নিজস্ব গ্ৰুপের প্রতি বেশি অনুকূল দৃষ্টিভঙ্গি পোষণ করে।

উদাহরণ হিসেবে বলা যায়, ৯৮ ভাগ হিন্দু ও ৯৮ ভাগ মুসলিম তাদের নিজস্ব সম্প্রদায়কে ইতিবাচকভাবে দেখে। ‛অ্যাটিচুডস টুয়ার্ড ডাইভারসিটি ইন ১১ ইমার্জিং ইকোনমিক্স’ – শীর্ষক সমীক্ষাটি পরিচালনা করা হয় কলম্বিয়া, জর্ডান, কেনিয়া, লেবানন, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, তিউনেশিয়া, ভেনেজুয়েলা, ভিয়েতনাম ও ভারতে।

এই ১১ টি দেশের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক প্রেক্ষাপটের কারণে গবেষকেরা প্রতিটি দেশের জন্য আলাদা আলাদা গ্ৰুপ নির্ধারণ করেন। ভারতের জন্য গ্ৰুপে ছিল হিন্দু ও মুসলিম, ফিলিপাইনে ছিল মুসলিম ও খ্রিস্টান, দক্ষিণ আফ্রিকায় ছিল শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ।

ভারতে ৬৫ ভাগ হিন্দু কথা বলে মুসলিমদের সঙ্গে। সমীক্ষায় দেখা যায়, ভারতে ৭০ ভাগ মুসলিম মতবিনিময় করে হিন্দুদের সাথে। আর হিন্দুদের মধ্যে মাত্র ৬৫ ভাগ কথা বলে মুসলিমদের সাথে। এতে আরও দেখা যায়, অন্য সম্প্রদায়ের সাথে যারা বেশি কথা বলে, তারা তাদের সম্পর্কে তত বেশি ইতিবাচক থাকে। নিজের ধর্মের বাইরের লোকজনের সাথে কথা বলা হিন্দুদের মধ্যে ৭১ ভাগই মুসলিমদের সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করে। এর বিপরীতে হিন্দুদের মধ্যে মাত্র ৬৫ ভাগ অন্য ধর্মের লোকজনের সাথে কথা বলে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!