দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেরলে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের থেকে অনেক এগিয়ে রয়েছে বামেরা। কিন্তু বাম কংগ্রেসের ধারে কাছে যাওয়াটাও স্বপ্নের মতো ব্যাপার বিজেপির। কারণ এখনও পর্যন্ত বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনের যা ফলাফল তাতে শাসক এলডিএফ, প্রধান বিরোধী ইউডিএফের থেকে খানিকটা এগিয়ে রয়েছে। অনেক পিছিয়ে তৃতীয় হচ্ছে বিজেপি।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত কেরলের যে ৯৪১টি গ্রাম পঞ্চায়েতের ট্রেন্ড প্রকাশ্যে এসেছে তাতে ৫০১টিতে এগিয়ে বা জয়ী হয়েছে সিপিএম নেতৃত্বাধীন লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ)। অনেকটা পিছিয়ে ৩৭৬টি পঞ্চায়েতে এগিয়ে বা জয়ী কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট। অন্যান্যরা পেয়েছে ২৯টি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ’র (এনডিএ) দখলে মাত্র ২৫টি পঞ্চায়েত।
একইভাবে ব্লক পঞ্চায়েতে ১৫২টি আসনের মধ্যে শাসক এলডিএফ এগিয়ে ১১০ আসনে। দ্বিতীয় স্থানে ইউডিএফ (ইউডিএফ) এগিয়ে ৪১ আসনে। ১টি আসনে এগিয়ে অন্যান্যরা। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এখানে কোনও আসনে এগিয়ে নেই। ১৪টি জেলা পঞ্চায়েতের মধ্যে বামেরা এগিয়ে ১০টিতে। ইউডিএফ মাত্র ৪টিতে। জেলা পঞ্চায়েতের এই ফলাফল বেশ চিন্তায় রাখবে কংগ্রেসকে।