Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সম্পদের হিসেব ঘোষণা করেছেন তিনি।

সেই সেই হিসেব অনুযায়ী, এখন তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মোট মূল্য ৯০ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ৩২ পয়সা। ৫ বছর আগে গত বিধানসভা নির্বাচনের মনোনয়নে জমা দেওয়া হিসেবে মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬২ লাখ ৬০ হাজার ৭৪২ টাকা ৩৫ পয়সা।

হিসেব বলছে গত ৫ বছরে শুভেন্দুর সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৭ লাখ ৪৫ হাজার ৪০৬ টাকা ৯৭ পয়সা। বর্তমানে শুভেন্দুর অস্থাবর সম্পত্তির (নগদ ছাড়াও ব্যাঙ্কে থাকা টাকা, শেয়ার, অন্যান্য বিনিয়োগ, গাড়ি ইত্যাদি) পরিমাণ ৫৯ লাখ ৩১ হাজার ৬৪৭ টাকা ৩৫ পয়সা।

Leave a Reply

error: Content is protected !!