দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফোনের জগতে রেডমি-র জুড়ি মেলা ভার। নিত্যনতুন ফিচারের পাশাপাশি দামের দিক থেকেও অন্যান্য মোবাইল সংস্থাকে পিছনে ফেলে দিয়েছে রেডমি। কিছুদিন আগে মাত্র সাড়ে চার হাজার টাকায় দুর্দান্ত স্মার্টফোন বের করে চমকে দিয়েছিল রেডমি। তবে এবার ফ্লিপকার্ট-এর সঙ্গে হাত মিলিয়ে এক অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে রেডমি। এই অফার হল ইএমআই অফার। যার দরুন মাত্র ৫৪২ টাকা পেমেন্ট করেই দারুণ স্মার্টফোন হাতে পাবেন৷
ফ্লিপকার্টে রেডমি ফোর এ ফোনটি মাত্র সাড়ে পাঁচশো টাকায় দেবে রেডমি৷ এই ফোনে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি রম। এছাড়া ৫১২ জিবি মেমরি সাপোর্টের সুবিধা। একই সঙ্গে ব্যাক ও ফ্রন্ট মিলিয়ে মোট ২০ মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে। পাশাপাশি ৬.২২ ইঞ্চির একটি এইচডি স্ক্রিন রয়েছে৷ ব্যাটারি ব্যাকাপ দুর্দান্ত তাঁর সঙ্গে রয়েছে ৪৩৯ স্ন্যাপ ড্রাগন প্রসেসর৷ ৩-৬-৯-১২ মাসের ইএমআই এর মাধ্যমে ফোনটি কিনতে পারবেন৷ যদি ১২ মাসের ইএমাই নেন সেক্ষেত্রে মাসে ৫৪২ টাকা করে দিতে হবে৷
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন