দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রথম ত্রৈমাসিকের পর দ্বিতীয় ত্রৈমাসিকেও তীব্র মন্দার নাগপাশে জর্জরিত ভারতীয় অর্থনীতি। আর তার সাথেই পাল্লা দিয়ে বিগত কয়েক মাস ধরেই ক্রমেই বেড়ে চলেছে বেকারত্বের হার। এমনকী বছর শেষের দোরগোড়ায় দাঁড়িয়েও কোনোভাবেই বদলাচ্ছে না চিত্র। এমতবস্থায় দাঁড়িয়ে সদ্য প্রকাশিত সিএমআইই-র রিপোর্টে আরও বাড়ছে উদ্বেগ।
সদ্য প্রকাশিত সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমিক বা সিএমআইই-র রিপোর্ট বলছে ১৩ ডিসেম্বর পর্যন্ত ভারতে বেকারত্বের হার ছুঁয়েছে ১০ শতাংশের গণ্ডি। যা গত ২৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকমাসে গোটা ভারতেই বেকারত্বের হার ঘোরাফেরা করছিল ৬ শতাংশ থেকে ৮ শতাংশের আশেপাশে। ডিসেম্বরেই তা প্রথম ১০ শতাংশের গণ্ডি ছুঁয়ে ফেলায় ফের উদ্বেগ বাড়ছে তরুণ সমাজের মধ্যে।
এদিকে শেষ সপ্তাহ পর্যন্ত শহুরে বেকারত্বের হার পার করেছে ১১.৬২ শতাংশের গণ্ডি। কিন্তু গত সপ্তাহে যা ছিল ৮.১৫ শতাংশ। অন্যদিকে গ্রামীণ বেকারত্বের হার পৌঁছেছে ৯.১১ শতাংশে। যা গত সপ্তাহে ছিল ৮.৫৬ শতাংশ। সিএমআইই-র রিপোর্টই বলছে গত জুনের ১৪ তারিখের পর থেকে এই প্রথম এই রেকর্ড পরিমাণ বেকারত্বের হার ছুঁলো ভারত। যদিও দেশজোড়া লকডাউন ও মন্দার জেরেই এই সঙ্গিন অবস্থান মুখোমুখি হয়েছিল গোটা দেশ, এমনটাই ধারণা অর্থনীতিবিদদের।