Wednesday, March 12, 2025
Latest Newsখেলাফিচার নিউজ

‘ভারতের পরবর্তী অধিনায়ক হবেন শুভমন গিলই ’, দাবি শশী থারুরের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভারতের পরবর্তী অধিনায়ক হবেন শুভমন গিলই , অস্ট্রেলিয়ার মাঠে ভারতের ‘দাদাগিরি’ দেখে এমনটাই দাবি কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থারুরের। ঋষভ পন্থের পাশাপাশি ২১ বছরের তরুণ শুভমন গিলের দুরন্ত ব্যাটিংয়ে মুগ্ধ সবাই। কোহলির পরে তাঁর মাথাতেই অধিনায়কত্বের শিরোপা দেখছেন থারুর।

গিলের প্রতি উচ্ছ্বসিত থারুরের কথায়, এই ছেলেটিকে দেখলে বোঝা যায় ওর মাথাটা কতটা পরিণত। আগামী কয়েক বছর যদি এমন খেলা খেলে যেতে পারে, তবে বিরাট কোহলির পরে ওই ভারতের অধিনায়ক হবে। আমার এতে কোনও সন্দেহ নেই। কী অসামান্য আত্মনিয়ন্ত্রণ! আমার মতে, ওর ভবিষ্যৎ উজ্জ্বল। এই বয়সেই গিলের আত্মবিশ্বাস তাঁকে চমকে দিয়েছে বলে জানান থারুর।

 

 

Leave a Reply

error: Content is protected !!