Friday, September 20, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি, উর্দু ও সাংবাদিকতা কোর্স অন্তর্ভুক্তের দাবি জামাআতের

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে রাজ্য সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি নাগরিক সমাজ এবং পড়ুয়াদের মাধ্যমে উঠছিল। ২০১৮ সালে সেই দাবিকে মান্যতা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে সায় দেয়। বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন আপাতত বহরমপুরের কৃষ্ণনাথ কলেজে শুরু হওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে স্নাতকোত্তর বিভাগের পাঠক্রম চালুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট ১৪ টি বিষয়ে স্নাতকোত্তর স্তরে পঠন-পাঠন শুরু করার যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি আব্দুর রফিক। কিন্তু স্নাতকোত্তর কোর্সে আরবি, উর্দু এবং রসায়ন, সাংবাদিকতা, এমবিএ, হিসাবশাস্ত্র বিষয়গুলি অন্তর্ভুক্ত না হওয়ায় রাজ্য সরকারের শিক্ষা দফতরের মন্ত্রী মাননীয় ব্রাত্য বসুর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন- স্নাতকোত্তরে ওই বিষয়গুলিকে অবিলম্বে অন্তর্ভুক্ত করতে হবে।

মুর্শিদাবাদ এবং তৎসন্নিহিত জেলাগুলিতে অনেক সিনিয়র ও হাই মাদ্রাসা রয়েছে, যেগুলি থেকে আরবি বিষয় নিয়ে ডিগ্রী কোর্সে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করেন। আরবীকে কেবল ধর্মীয় দৃষ্টিভঙ্গী থেকে না দেখে দেশ বা দেশের বাইরে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পেশা গ্রহণ করার সুযোগ পাওয়ার কথাটি শিক্ষা দফতরকে সিরিয়াসলি ভাবতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে আরবি ভাষার গুরুত্বকে অনুধাবন করে স্নাতকোত্তর কোর্সে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষাকে অন্তর্ভুক্ত করতে হবে– এই দাবি আব্দুর রফিক জোরালোভাবে জানান।

এছাড়া সংবিধানের তফশীলের অন্তর্ভুক্ত উর্দু ভাষার পঠন-পাঠনের সুযোগ দান এবং বর্তমান যুগে সাংবাদিকতার মত গুরুত্বপূর্ণ পেশা অবলম্বন করার জন্য পড়ুয়াদের স্বার্থে সাংবাদিকতার কোর্সও চালু করার দাবিও তিনি করেন।

Leave a Reply

error: Content is protected !!